ইনহেলার নেওয়ার পদ্ধতি

ইনহেলার নেওয়ার পদ্ধতি

WorkitBD_-image011-1559557843.jpg

বিভিন্ন রোগ যেমন অ্যাজমা, দীর্ঘস্থায়ী শ্বাসরোধক রোগ (COPD ) প্রভৃতি প্রধান ঔষধগুলি আমরা ইনহেলারের মাধ্যমে শ্বাসের সাথে বুকের মধ্যে টেনে নিই। ইনহেলার টানতে যেয়ে আমাদের অনেক সম্মানিত রোগী, ইনহেলার থেকে বের হওয়া ঔষধ খেয়ে ফেলেন, মুখে জমিয়ে রাখেন কিংবা নাক মুখ দিয়ে ঔষধ বের করে  দেন, ফলে ঔষধগুলি অনেক ড়্গেত্রে কোন কাজেই আসে না।

মনে রাখতে হবে ঔষধ আমার ফুসফুসের জন্য, সুতরাং ইনহেলারের ঔষধ শ্বাসের সাথে বুকে টেনে নিতে হবে। ইনহেলার সার্বিকভাবে নেয়ার জন্য নীচের ৬টি ধাপ ক্রম অনুসারে খেয়াল করম্নন।

1.      ইনহেলারটি হাতের বুড়া আগুল এবং তর্জনীর মধ্যে ছবির মত করে ধরম্নন এবং ৫ বার ভাড়াভাবে উপর নীচে ঝাঁকিয়ে নিন।

2.      এর পর ইনহেলারের মুখ লাগানোর অংশের খাপটি খুলে নিই।

3.      ইনহেলার মুখে লাগানোর আগে, পরিপূর্ণভাবে শ্বাস ফেলে ফুসফুস খালি করি।

4.      এবার ইনহেলারটির মুখ লাগানোর অংশটি দুই ঠোট দিয়ে চেপে ধরি।

5.      এর পর ইনহেলারের চাপ দেয়ার অংশে, তর্জনী দিয়ে চাপ দিই এবং চাপ দেয়অর সাথে সাথে বের হওয়া ঔষধ একই সাথে শ্বাসের সাথে বুকের গভীরে টেনে নিই।

6.      টেনে নেয়া ঔষধ বুকে দশ সেকেন্ড আটকে রাখি। প্রয়োজনে ২ মিনিট পর দ্বিতীয় চাপের ঔষধ একইভাবে টেনে নিই। ইনহেলরে যদি স্টেরয়েড জাতীয় ঔষধ থাকে তবে ব্যবহারের পর ভালভাবে গড়গড়া করে কুলি করতে হবে।




Comments