ফুসফুসে পানি আসা

ফুসফুসে পানি আসা

WorkitBD_-image025-1559559879.jpg

মিজান সাহেব বেশ চিনিত্মত। পনের দিন যাবত তিনি হালকা জ্বরে ভুগছেন। জ্বর না কমায, ডাক্তার সাহেব তাকে বুকের একটি এক্স-রে করতে বলেন। এক্স-রে দেখে কেউ একজন বলল আপনার ফুসফুসে পানি আছে। আসলে পানি জমে ফুসফুসের যে দুইটি আবরণী বা পর্দা আছে তার মাঝখানে। সুতরাং একে আমরা ফুসফুসের পর্দার পানি জমা সমস্যা বলতে পারি।

ফুসফুসের পর্দায় পানি আসা, এটি নির্দিষ্ট কোন রোগ নয়, বরং একটি বিভিন্ন রোগের লড়্গণ হিসাবে প্রকাশ পেয়ে থাকে। ফুসফুসের পর্দায় পানি হতে পারে পর্দার নিজস্ব রোগের কারণে, ফুসফুসের রোগের কারণ এবং ফুসফুস বহির্ভূত অন্যান্য রোগের কারণে। আমাদের দেশে ফুসফুসের পর্দায় পানি আসার অন্যতম প্রধান কারণ পর্দা কিংবা ফুসফুস যড়্গায় আক্রানত্ম হওয়া। বয়স্ক লোকদের ফুসফুসের পর্দায় পানি আসার  আরেকটি গুরম্নত্বপূর্ণ লড়্গণ হল ফুসফুসের পর্দায় ক্যান্সার ছড়িয়ে পড়া। বয়স্ক লোকদের ফুসফুসের পর্দায় পানি আসার আরেকটি গুরম্নত্বপূর্ণ লড়্গণ হল ফুসফুসের পর্দায় ক্যান্সার ছড়িয়ে পড়া। ক্যান্সার ফুসফুস থেকে ছড়াতে পারে, আবার শরীরের অন্যান্য অংশ থেকে ছড়াতে পারে। ক্যান্সারের কারণে ফুসফুসের পর্দায় যে পানি জমে তা দেখতে অনেক ড়্গেত্রেই রক্তের মত লালহয়।

এছাড়াও নিউমোনিয়ার জটিলতা থেকে ফুসফুসে পানি আসতে পারে। নিউমোনিয়ার চিকিৎসা দেরীতে শুরম্ন হলে এই পানি অনেক ড়্গেত্রে পুঁজে পরিণত হয়। তখন পুঁজ বের করা দেয়া ছাড়া চিকিৎসকের কোন উপায় থাকে না।

বুকের এক দিকের ফুসফ্থসের পর্দায় যেমন পানি আসতে পারে ঠিক তেমনি কিছু কিছু কারণে বুকের উভয় দিকের ফুসফুসের পর্দায় পানি জমতে পারে। যাদের হার্ট বা হৃদরোগের সমস্যা আছে অথবা কিডনী/বৃক্কের সমস্যা আছে কিংবা লিভার/যকৃতের সমস্যা আছে। সাধারণত এই সকল ড়্গেত্রে উলেস্নখিত আক্রানত্ম অঙ্গগুলির চিকিৎসা নিলে, ফুসফুসের পর্দার পানি কমে আসে।

প্রাথমিক পর্যায়ে তেমন কোন লড়্গণ থাকেনা। হালকা ব্যাথা থাকতে পারে এবং বুক ভারী ভারী লাগতে পারে। পানি বাড়তে থাকলে পরবর্তীতে শ্বাস কষ্ট দেয়া দেখা দেয়।

চিকিৎসার অংশ হিসাবে পানি বের করে পরীড়্গা করা হয়, পানি আসার কারণ জানার জন্য।




Comments