ফুসফুসকে সুস্থ রাখতে দাঁতের যত্ম নিন

ফুসফুসকে সুস্থ রাখতে দাঁতের যত্ম নিন

WorkitBD_-image014-1559558000.jpg

আপনি হয়ত জানেন প্রধান শ্বাসণালী (trachea) এবং খাদ্যণালীর প্রধঅন ছিদ্রপথ খুব কাছাকাছি মুখ গহ্বরের পিছন দিকে অবস্থিত। সুতরাং মুখের লালা, খাদ্যকণা, জীবাণু, সময় সময় নকল দাঁত অথবা মুখের যে কোন ময়লা শুধু পেটে না প্রধান শ্বাসণালী দিয়ে চলে যেতে পারে ফুসফুসে। এই দ্রব্যগুলি ফুসফুসে যেতে বাধা দেয় দুই পাহারাদার যথা- এপিগস্নটিস (epiglotis)Ges ভোকাল কর্ড (vocal cord)| কিন্তু এরপরও মুখের তরল দ্রবীভূত কিছু অংশ চুইয়ে চুইয়ে চলে যায় ফুসফুসে। এটি বেশী ঘটে ঘুমের মধ্যে। আর খুব বেশী ঘটে কেউ যদি অজ্ঞান অবস্থায় থাকে অথবা কেউ যদি স্ট্রোকে আক্রানত্ম চুইয়ে চুইয়ে চলে যায় ফুসফুসে। এটি বেশী ঘটে ঘুমের মধ্যে। আর খুব বেশী ঘটে কেউ যদি অজ্ঞান অবস্থায় থাকে অথবা কেউ যদি স্ট্রোকে আক্রানত্ম হয় কিংবা কারো যদি খাদ্যণালীতে সমস্যা থাকে প্রভৃতি। মুখ গহ্বরে যদি ঘা থাকে, দাঁতের মারীতে যদি ইনফেকশন থাকে তবে লালাতে জীবাণুর পরিমাণ অনেক বেড়ে যায়, এই অতিরিক্ত জীবাণু মিশ্রত লালা ফুসফুসে পৌঁছালে হতে পারে নিউমোনিয়া (pneumonia) অথবা ফোঁড়া (lung abscess)| তাই দাঁতের যত্ন নিলে আপনার ফুসফুসও ভালও থাকবে।  




Comments