আমরা অনেকেই ধূমপান করে থাকি। ধূমপানের কারনে আমরা অনেক সময় অনেক অসুস্থতার বা রোগের সম্মুখুন হোই। আমাদের এখানে এসব রোগের চিকিৎসা করা হয়। ধূমপানের কারনে ব্যাক্তি ছাড়াও ক্ষতিগ্রস্ত হচ্ছে তার চারপাশের লোকজন। এ ধোঁয়ার কারনে হতে পারে শ্বাসকষ্ট। পরিবারে যদি কোন শিশু থাকে তবে তারাও বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। তাদের শ্বাসকষ্ট , হাঁপানিও হতে পারে। যারা ধূমপান করে তাদের অকালে মৃত্যু হয়। ধূমপানের এর দরুন একজন যেমন আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে অন্নদিকে পরিবারে হয় অশান্তি। ধূমপান করার কারনে অকালেই হয় মৃত্যু। অনেক পরিবারে ধূমপান জনিত রোগে আক্রান্ত হয়ে প্রিয়জনকে চোখের সামনেই কষ্ট পেতে দেখে ও কিছু করার থাকে না। অনেক পরিবার ব্যয়বহুল খরচের জন্যে এর চিকিৎসা করাতে ব্যার্থ হয়