ডাঃ জালাল মোহসীন উদ্দিন একজন বক্ষব্যাধি ও যক্ষ্মারোগ বিশেষজ্ঞ। বাবা মোহাম্মদ নাজিবুল্লাহ একজন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব এবং মা এ.এস. ফেরদৌস আরা একজন শিক্ষিকা।
ডাঃ জালাল মোহসীন উদ্দিন ২৭ শে অক্টোবর ১৯৭৩ সালে জন্মগ্রহণ করেন। তিনি কৃতিত্বের সাথে বরিশাল ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি ১৯৯৭ সালে এম.বি.বি.এস ডিগ্রি, ২০০৪ সালে ডি.টি.সি.ডি. (Diploma in Tuburculosis and Chest Disease) এবং ২০১৩ সালে বক্ষব্যাধি ও যক্ষ্মা রোগের উপর FCPS (Pulmonology) ডিগ্রী লাভ করেন।
বর্তমানে তিনি জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে কর্মরত আছেন। একই সাথে এ্যাজমা অ্যাসোসিয়েশন বাংলাদেশ এর প্রেস এন্ড পাবলিকেশন্স সেক্রেটারি হিসেবে নিয়োজিত আছেন। দেশের বিভিন্ন জার্নালে তার প্রকাশনা রয়েছে। তিনি 'Bangladesh Journal of Pulimonology'র সহকারী সম্পাদক। এর আগে তিনি এবং প্রোফেসর রাশেদুল হাসান একত্রে বক্ষব্যাধির বিরল রোগের উপর "PULIMA Case Series - 1" নামে একটি গুরুত্বপূর্ণ সংকলন বই আকারে বের করেন। 'ভালো রাখুন ফুস ফুস' তার একক অন্যতম একটি বই। এছাড়াও তিনি স্বাস্থ্য বিষয়ক জনপ্রিয় YouTube Channel: Helth Care Bangla এর একজন প্রতিষ্ঠাতা।
তিনি বর্তমানে প্রেসক্রিপশন পয়েন্ট (বনানী), আল-ফুরকান বক্ষব্যাধি ও মেডিসিন কনসালটেশন সেন্টার (মহানগর প্রজেক্ট, পশ্চিম রামপুরা) এবং লাইফকেয়ার মেডিকেল সেন্টার (মহাখালী) সহ বিভিন্ন স্থানে চিকিৎসা সেবা দিয়ে আসছেন।