একজন রোগী, রোগের যে সব লড়্গণ নিয়ে আসে, তার মধ্যে শ্বাস কষ্টে ভোগা তাকে সবচেয়ে বেশী বিচলিত করে। আমাদের শরীরের প্রধানতম দুটি অঙ্গ যথা ফুসফুস বা হৃৎপি- আক্রানত্ম হলে মানুষ সবচেয়ে বেশি শ্বাসকষ্টে ভুগে থাকে। তবে এর বাইরে আরো অনেক কারণে রোগীরা শ্বাসকষ্টে ভুগে থাকে।
কোন রোগী শ্বাস কষ্টে ভুগতে থাকলে চিকিৎসকরা কয়েকটি জিনিস জানার চেষ্টা করেন। যেমন-
1. শ্বাস কষ্ট হঠাৎ করে শুরম্ন হয়েছে কিনা ? যেমন- হার্ট ফেউলিয়র (অর্থাৎ হৃৎপি-ের পরিমাণ মত কাজ করার অড়্গমতা), নিউমোনিয়া, ফুসফুসের বড় শ্বাসণালীগুলিতে হঠাৎ বাইরের কোন বস্তু ঢুকে যাওয়া, ফুসফুস হঠাৎ করে ফেটে যাওয়া প্রভৃতি।
2. শ্বাস কষ্ট অনেক দিন ধরে ক্রমাগত বেড়ে চলেছে কিনা ? যেমন- সি.ও.পি.ডি (দীর্ঘস্থায়ী শ্বাসরোধক রোগ), আই.এল.ডি (ফুসফুসের গঠণগত তন্তুর রোগ) প্রভৃতি।
3. পরিশ্রম করলে, যেমন- সিঁড়ি বেয়ে উটরে উঠলে শ্বাস কষ্ট বেড়ে যায় কিনা ? এরকমটি হয়ে থাকে যেমন- সি.ও.পি.ডি, আই.এল.ডি, রক্ত শূন্যতা কিংবা ফুসফুসের রক্তণালীর উচ্চ রক্তচাপ (পালমোনারী হাইপারটেনশন) প্রভৃতি।
4. শোয়া অবস্থায় শ্বাসকষ্ট বেড়ে যায় কিনা ? অনেক ড়্গেত্রে অ্যাজমা অ্যাটাক হলে বা সি.ও.পিডি রোগটি বেড়ে গেলে রোগী শুতে পারে না। তবে বিষয়টি সবচেয়ে বেশী চোখে পড়ে রোগী যদি হার্ট ফেউলুরে ভুগে।
5. চিকিৎসক আরো খেয়াল করেন, শ্বাস কষ্টের সাথে রোগী আর কোন সমস্যঅয় ভুগছেন কিনা ? যেমন-
(ক) শ্বাস কষ্টের সাথে কাশি, বুকে চাপ অনুভূত হওয়ার সাথে বুকে শব্দ হওয়া এ রকমটি হলে মনে করতে হবে রোগীটি হয়ত অ্যাজমা বা সি.ও.পি.ডি’তে ভুগছেন।
(খ) শ্বাস কষ্টের সাথে বুকে ব্যাথা থাকলে চিকিৎসকরা ভাবতে পারেন ফুসফুস ফেরে গেল কিনা ? ফুসফুস ক্যান্সারে আক্রানত্ম কিনা ? তার বড় কোন ধরনের হার্ট অ্যাটাক হয়েছে কি না ? ফুসফুসের কোন বড় রক্তণালী জমাট রক্ত দিয়ে বন্ধ হয়ে গেল কিনা ?
(গ) শ্বাস কষ্টের সাথে জ্বর থাকলে মনে করতে হবে তার নিউমোনিয়া বা যড়্গা হল কিনা ?
6. শ্বাস কষ্টের সাথে শ্বাস নেয়ার সময় ঘড় ঘড় বা শো শো শব্দ হলে মনে করতে হবে ফুসফুসের বড় বড় শ্বাসণালীতে কোন টিউমার বা শরীরৈর বাইরের কোন বস্তু যেমন- ফলের বীচি, খাবারের অংশ ঢুকে গেছে কিনা?
7. হার্ট এবং ফুসফুস ছাড়াও আরো অনেক শারিরীক কারণে শ্বাস কষ্ট বা রোগী ঘন ঘন শ্বাস নিতে পারে। যেমন- অতিরিক্ত রক্ত শূন্যতা, কিডনী ফেইলিয়র, ডায়বেটিসের জটিলতা (ডায়বেটিক কিটো এসিডোসিস), মাংস পেশীর দুর্বলতা (মায়োপাথ্যিা) ইত্যাদি।