কাশির সাথে রক্ত যাওয়া

কাশির সাথে রক্ত যাওয়া

WorkitBD_-image022-1559559787.jpg

কাশির সাথে রক্ত যাওয়া, লড়্গণটি কম বেশী অনেকের কাছে পরিচিত। বিষয়টি সাধারণ মানুষের কাছে ভয় জাগানিয়া। তাদের কাছে সবচেয়ে ভয়ের বিষয় তারা যড়্গা কিংবা ফুসফুসের ক্যান্সার আক্রানত্ম হয়েছেন কিনা !

কাশির সাথে রক্ত আসে সাধারণত ফুসফুস বা এর শ্বাসণালীর সমস্যার কারণে, এরপরও চিকিৎসকরা নিশ্চিত হয়ে নেন, কাশির সাথের রক্ত নাক বা খাদ্যণালী থেকে আসেনি।

কাশির সাথে রক্ত আসার সবচেয়ে সাধারণ কারণ হল ব্রংকাইটিস বা শ্বাসণালীর প্রদাহ। এই প্রদাহ হতে পারে ব্যাকটেরিয়া, ভাইরাস, পরিবশ দূষণ কিংবা ধূমপানের কারণে। আমরা বেশী চিনিত্মত হই দীর্ঘদিন ধূমপানে অভ্যসত্ম মধ্যবয়স থেকে বেশী বয়সের লোকরা যখন কাশির সাথে মাঝে মাঝে রক্ত যাওয়ার কথা বলেন। আমরা বিভিন্ন পরীড়্গার মাধ্যমে জানার চেষ্টা করি তিনি ফুসফুসের ক্যান্সারে আক্রানত্ম হয়েছেন কিনা ?

কাশির সাথে রক্ত আসতে পারে বিভিন্ন পরিমাণে, তবে অধিক পরিমাণে রক্ত আসতে পারে যড়্গা, ফুসফুসে ফোঁড়া কিংবা বিভিন্ন রোগে ড়্গতিগ্রস্থ (bronchiectasis) ফুসফুস থেকে।

কাশির সাথে কখনও কখনও বেশি রক্ত যেতে পারে যে, এতে বড় শ্বাসণালীগুলি রক্তে ভরে যেতে রোগী দম বন্ধ হয়ে মারা যেতে পারেন। সেই কারণে কাশি সাথে খুব বেশি রক্ত যাওয়া একটি মেডিকাল ইমার্জেন্সি। সাধারণত বলা হয়ে থাকে, যদি কাশির সাথে ২৪ ঘন্টায় ৫০০ মি.লি লিটারের বেশি রক্ত যায় তবে তাৎড়্গণিক চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।

আপনার যদি জানা থাকে, কোন ফুসফুস (ডান/বাম) থেকে আপনার ক্ত থেকে বের হয় অথবা আপনার জানা মতে যে ফুসফুসে পুরাতন ড়্গত রয়েছে, তবে রক্ত যাওয়ার সময় সেই দিকে কাত হয়ে শুনে  থাকবেন এতে ভাল ফুসফুসটির শ্বাসণালী রক্ত দিয়ে বন্ধ হয়ে যাওয়ার হাত থেকে রক্ত পাবে। আর কোন ফুসফুস থেকে রক্ত ড়্গরণ হচ্ছে বিষয়টি যদি জানা না থাকে তাহলে শানত্মভাবে মাথা উঁচু করে শুয়ে থাকুন। অস্থির হবেন না এবং অযথা হাঁটা চলা করবেন না এতে রক্ত ড়্গরণ বেড়ে যেতে পারে।

আপনারা জেনে অবাক হবেন হার্টের রোগসহ আরো অসংখ্য রোগের কারণে কাশির সাথে রক্ত যেতে পারে। তাই এই সমস্যার সম্মুখীন হলে শীঘ্রই চিকিৎসকের শরণাপন্ন হন।




Comments