বুকের ব্যাথার নানা কারণ

বুকের ব্যাথার নানা কারণ

WorkitBD_-image023-1559559813.jpg

বুকের ব্যাথা হলেই  আমাদের ¯^vfvweK প্রবণতা থাকে, এটি হয়ত হার্টের (হৃৎপি-ের) ব্যাথা। কিন্তু আমাদের বুকে রয়েছে আরো বেশ কয়েকটি অঙ্গ এবং শারীরিক কাঠামো, যাদের যে কোনটির সমস্যায় বুকে ব্যাথার সৃষ্টি হতে পারে। এর মধ্যে গুরম্নত্বপূর্ণ অংশগুলো হল ফুসফুস, ফুসফুসের পর্দা, প্রধান শ্বাসণালী (Trachea), ফুসফুসের রক্তণালী, খাদ্যণালী, হৃৎপি-ের প্রধান ধমনী, বুকের পাঁজর ও মেরম্নদন্ডের অংশ এবং এদের সাথে লাগানো মাংসপেশী।

ফুসফুসের ব্যাথা, সাধারণত বুকের দুই পাশে হয়, যেখানে হৃৎপি-ের ব্যাথা মূলত হয়ে থাকে বুকের মাঝখানে। ফুসফুস এবং এর সাথে সংশিস্নষ্ট অংশগুলির সমস্যার কারণে বুকে যে ব্যাথা হয়, তা সাধালণত কাশি বা শ্বাস-প্রশ্বাসের সাথে বৃদ্ধি পায়। এ ধরনের ব্যাথার সাথে কাশি ছাড়াও রোগীর কাশির সাথে কফ বা রক্ত যাওয়া, শ্বাসকষ্ট, জ্বর, প্রভৃতি উপস্থিত থাকতে পারে। ফুসফুসের ক্যান্সার ব্যাথা সাধারণত খুব মারাত্মক আকারে দেখা দিয়ে থাকে, সব সময় এক ধরনের ধরা ধরা ভাব  থাকে। নিউমোনিয়া হলে বুকের ব্যাথার সাথে জ্বর ও কাশি থাকবে। হঠাৎ করে বুকের ব্যাথা হতে পারে, কোন ফুসফুস ফুটো হয়ে বাতাস বড়্গ গহ্বরে ছড়িয়ে গেলে (pneumothorax) অথবা ফুসফুসের কোন রক্তণালী জমাট রক্ত বা অন্য কোন কিছু দ্বারা হঠাৎ বন্ধ হয়ে গেলে (pulmonary embolism) মনের ভয় থকে, বুকের ব্যাথার জন্য আমরা হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিব কিন্তু একই সাথে বুক ব্যাথার অন্যান্য কারণগুলি মাথায় রাখতে হবে। এর মধ্যে ফুসফুস সংক্রানত্ম বুকের ব্যাথা গুরম্নত্বপূর্ণ। এই কারণে আপনার দ্বিতীয় চিকিৎসক হওয়া উচিত একজন বড়্গব্যাধি বিশেষজ্ঞ (পালমনোলজিস্ট)। ফুসফুসের রোগ নির্ণয়ে দেরী হলে, অনেক ড়্গেত্রেই ফুসফুস স্থায়িভাবে ড়্গতিগ্রস্থ হয় এমনকি মৃত্যু পর্যনত্ম হতে পারে।




Comments