ক্রিকেট পাগল প্রায় সব মানুষেই ইয়ান বোথামকে চেনেন। যেমন- মেজাজি, তেমনি তুখোড় খেলোয়াড়। তিনি এক সময় ইংল্যান্ডের টেষ্ট দলকে নেতৃত্ব দিয়েছেন। তার চেয়ে বড় কথা আজ পর্যনত্ম ক্রিকেট ইতিহাসে তিনি অন্যতম সেরা অলরাউন্ডার। টেষ্ট ক্রিকেটে তার রয়েছে ১৪টি শতক এবং একই সাথে ৩৮৩টি ইউকেট। আজকের সাড়্গাৎকারটিপ মূলত অ্যাজমা এবং ক্রিকেটের উপর এর প্রভাব নিয়ে। আপনারা হয়ত জেনে থাকবেন বোথাম এমন একজন জনপ্রিয় মানুষ, যিনি অ্যাজমাকে জয় করে, ক্রিকেটের অনেক সাফল্যই নিজ ঝুলিতে ভরেছেন।
লেখক ঃ আপনি কি অ্যাজমাকে কখনও ক্রিকেট ক্যারিয়ারের বাধা হিসেবে গণ্য করেছেন ?
বোথাম ঃ কখনই না। কারও যদি অ্যাজমা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ থাকে, চাইলে সে বিশ্ব জয় করতে পারে। আপনি ডেভিড বেকহেমকেই (ইংল্যান্ড ফুটবল দলের সাবেক অধিনায়ক) দেখেন, অ্যাজমাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, কিভাবে ফুটবলের মাঠ দাপিয়ে বেড়িয়েছে।
লেখক ঃ কখন আপনি বুঝতে পারলেন, যে আপনি অ্যাজমায় আক্রানত্ম হয়েছেন ?
বোথাম ঃ আসলে অ্যাজমা m¤^‡Ü আগে আমার ধারণা ছিলনা। আমি লড়্গ্য করলাম ১০/১৫ মিনিট খেলার পর, বুকে চাপ অনুভব করছি, শ্বাস কষ্ট হচ্ছে, হঠাৎ করে কাশি শুরম্ন হল এবং আমি খুবই দুর্বলতা অনুভব করছি। এ রকম কয়েকবার হবার পর আমি একজন চিকিৎসকের শরনাপন্ন হলাম, তখনই ধরা পড়ল আমি অ্যাজমাতে আক্রানত্ম।
লেখক ঃ কোন সময় আপনি অ্যাজমায় বেশি আক্রানত্ম হতেন ?
বোথাম ঃ যখন খেলাটা ঠা-া বাতাসে হত এবং সে সময় যদি আমি মুখ দিয়ে ঘনঘন শ্বাস নিই, তা হলে প্রায় অবসম্ভাবি ছিল যে, আমার একটা অ্যাজমা এ্যাটাক হতে যাচ্ছে অথবা ইংল্যান্ড যে সময়টা বাতাসে ফুলের ভাসমান পরাগ রেনু বেশী থাকে। ধরম্নন বসনত্মকাল, সে সময়টা আমি সমস্যায় পড়ে যেতাম।
লেখক ঃ আপনি নিয়মিত ইনহেলার ব্যবহার করেন, বিষয়টা কি নিরাপদ এবং কার্যকরী মনে হচ্ছে ?
বোথাম ঃ প্রথম প্রথম কিছুটা সমস্যা হত, পরবর্তীতে ইনহেলার নেয়ার পদ্ধতি ভালভাবে রপ্ত করতে পেরেছি। আসলে এটাই সবচেয়ে কার্যকরী এবং নিরাপদ ওষুধ।
লেখক ঃ মাঠে অ্যাজমা দ্বারা যাতে আক্রানত্ম না হন সে জন্য কি কি সাবধানতা Aej¤^b করেন ?
বোথাম ঃ খেলা শুরর আগে, গা গরমের জন্য হালকা ব্যায়াম করে নিই। খেলা শুরম্নর আগে আগে ইনহেলার ব্যবহার করি। শ্বাস প্রশ্বাস মুখ দিয়ে না নিয়ে সব সময় নাক দিয়ে নেয়ার চেষ্টা করি। খেলার ফাঁকে ফাঁকে প্রয়োজনে ইনহেলার ব্যবহার করি। খেলার শেষে পর্যাপ্ত বিশ্রাম নিই।
লেখক ঃ যে সব শিশু অ্যাজমাতে আক্রানত্ম কিন্তু আপনার মত নামকরা ক্রিকেটার হতে চায়, তাদের জন্য আপনার পরামর্শ কি ?
বোথাম ঃ নিজের অ্যাজমাকে ভালভাবে নিয়ন্ত্রণ করতে শিখ, এরপর ক্রিকেট ব্যাট হাতে নেমে যাও মাঠে।
লেখক ঃ আপনাকে ধন্যবাদ।
বোথাম ঃ আপনাকেও ধন্যবাদ।